• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যেসব পণ্যের দাম কমছে


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০১৬, ০৬:৩৮ পিএম
যেসব পণ্যের দাম কমছে

২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে বেশ কিছু পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তব্যে এ প্রস্তাব করেছেন।

প্রস্তাবিত বাজেটে শুল্ক কর পুনর্বিন্যাসের প্রভাবে বেশ কিছু পণ্যের দাম কমতে পারে। এসব পণ্যের স্থানীয় পর্যায়ে ও আমদানিতে শুল্ক, সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি হ্রাসের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। অনেক পণ্য থেকে শুল্ক কমানো বা প্রত্যাহার করা হয়েছে। এসব পণ্যের দাম কমবে।

আমদানি পণ্যের শুল্ক হ্রাসের ভিত্তিতে বাজেটের পর কয়েকটি পণ্যের দাম কমবে। এর মধ্যে হাইব্রিড গাড়ি, মোটরসাইকেল, অগ্নিনির্বাপক যন্ত্র অন্যতম।

হাইব্রিড গাড়ি : বাজেটে হাইব্রিড গাড়ি আমদানির অনুমতি পাচ্ছে পুরনো গাড়ি আমদানিকারকরা। এর সঙ্গে হাইব্রিড গাড়ির সিসিস্ল্যাব ও সম্পূরক শুল্ক হার পুনর্বিন্যাস করা হয়েছে। ফলে হাইব্রিড গাড়ির দাম কমছে।

মোটরসাইকেল : আমদানি করা সংযোজিত (সিকেডি) মোটরসাইকেলের সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এ কারণে আগামীতে মোটরসাইকেলের দাম কমছে।

সিমেন্ট : সিমেন্ট শিল্পের কাঁচামাল ফ্লাইএশের শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে সিমেন্টের দাম কমছে।

পাথর : নির্মাণ খাতকে সহায়তা দিতে বাজেটে বোল্ডার পাথর ও ভাঙা পাথর আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।

ওয়াইফাই : সার্ভার র্যা ক আমদানির শুল্ক ১০ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ওয়াইফাই, ওয়াইম্যাক্স, একসেস পয়েন্ট এবং ফায়ারওয়াল (সিকিউরিটি হার্ডওয়্যার) আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এ কারণে এসব পণ্যের দাম কমছে।

পেট্রোলিয়াম জেলি : শীতকালে জনসাধারণের ত্বকের সুরক্ষায় ব্যবহৃত পেট্রোলিয়াম জেলির দাম কমতে পারে। কারণ পেট্রোলিয়াম জেলি তৈরি কাঁচামাল হোয়াইট পেট্রোলিয়াম জেলির আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

কয়লা : এনথ্রাসাইট ও বিটুমিনাস কয়লা দেশীয় অবকাঠামো নির্মাণের ভূমিকা রাখছে। তাই বাজেটে এ দুই প্রকারের কয়লার আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া এলপিজি গ্যাস, স্ট্যাবিলাইজার, কফিমেট, গ্রিজ, ফাইবার-গ্লাস, অগ্নিনির্বাপক যন্ত্র, শিল্পে ব্যবহৃত ফ্রিজ, এলইডি বাল্ব, কর্নফ্লাওয়ার প্রভৃতির দাম কমছে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!