• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে নার্সদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক জুন ৩, ২০১৬, ১২:৩৩ পিএম
রাজধানীতে নার্সদের বিক্ষোভ

পরীক্ষা পদ্ধতি বাতিল করে ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে সকাল থেকে ঢাকা নার্সিং কলেজের সামনে শুক্রবার (৩ জুন) বিক্ষোভ করছে বেকার নার্সরা।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, সকালে তাদের নিয়োগ পরীক্ষা দেয়ার কথা থাকলেও এতে অংশ নেয়নি তারা। 

আন্দোলনরত নার্সদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা ব্যাচভিত্তিক নিয়োগ পদ্ধতি বাতিল করে পরীক্ষা পদ্ধতি চালু করা সরকারের একপেশে সিদ্ধান্ত। এর তীব্র বিরোধিতা করেন নার্সরা। 

এছাড়া গেলো বুধবার রাতে আন্দোলনকারী নার্সদের উপর পুলিশ ও দুর্বত্তদের হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি করেন তারা। 

চাকরিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে, গেলো কয়েকমাস ধরে আন্দোলন চালিয়ে আসছে, বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি ও বাংলাদেশ  ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

সোনালীনিউজ/ঢাকা/আমা
 

Wordbridge School
Link copied!