• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষা সচিবের বিরুদ্ধে রুল জারি


আদালত প্রতিবেদক নভেম্বর ২৪, ২০১৯, ০৫:০৯ পিএম
শিক্ষা সচিবের বিরুদ্ধে রুল জারি

ঢাকা: সারাদেশের জেলা-উপজেলায় স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৪ নভেম্বর ) বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, গণপূর্ত সচিব ও জেলা প্রশাসকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন হাইকোর্টের আইনজীবী সর্দার জাকির হোসেন। এ বিষয়ে তিনি বলেন, ‘পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার কারণে জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বছরের অনেক সময় বন্ধ থাকে।

ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে গত আগস্টে হাইকোর্টে রিট দায়ের করি। আদালত আজ শুনানি নিয়ে রুল জারি করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!