• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিমুলিয়াঘাট ফাঁকা


মুন্সীগঞ্জ প্রতিনিধি  মে ২০, ২০২০, ০১:০১ পিএম
শিমুলিয়াঘাট ফাঁকা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপস্থিতি নেই। পদ্মাপাড়ের আশায় কেউ ঘাটের দিকে আসছেন না। নেই কোন যাত্রীবাহী গাড়ির সংখ্যাও। পুরো শিমুলিয়া ঘাট এখন ফাকা বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়িগুলো পরিস্থিতি বুঝে পার করছে ফেরি। নৌযানের মাধ্যমে পদ্মা পাড়ি দিতে যাতে কেউ না পারে সেদিকে কঠোর অবস্থানে প্রশাসন। ঘাট এলাকায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি। 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও চেকপোস্ট গুলোতে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা রয়েছে। বুধবার (২০ মে) বেলা ১২টায় এমন চিত্র লক্ষ্য করা গেছে শিমুলিয়া ঘাটের। 

মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ কর্মকর্তা মোঃ সিরাজুল কবীর জানান, ঘাট এলাকায় কোন যাত্রীবাহী গাড়ি ও যাত্রীদের উপস্থিতি নেই। ৫০টির মতো পণ্যবাহী ট্রাক আছে। জরুরি পরিসেবার গাড়ি আছে পার করা হচ্ছে না। মধ্যরাতে ও সকালের দিকে কিছু লাশবাহী গাড়ি পার করা হয়েছে। শিমুলিয়া ঘাটের এমন পরিস্থিতিতে স্বস্থি ফিরেছে।

সোনালীনিউজ/এমএএস/এসআই

Wordbridge School
Link copied!