• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু সুরক্ষায় শিক্ষা দেবে Yellow Brick Road 


বাবুল হৃদয় মার্চ ৭, ২০১৯, ০১:০১ পিএম
শিশু সুরক্ষায় শিক্ষা দেবে Yellow Brick Road 

বাবুল হৃদয়: শিশু সুরক্ষা-যৌন ও শারীরিক নির্যাতন থেকে রক্ষা পেতে শিক্ষা দেবে Yellow Brick Road এবং RAOWA (Retired Armed Forces Officers’ Welfare Association, Bangladesh) শুক্রবার (৮ই মার্চ), Yellow Brick Road এবং RAOWA ((Retired Armed Forces Officers’ Welfare Association, Bangladesh) এর  যৌথ আযোজনে ‘Child Protection from - Sexual and Physical abuse’ বিষয়ক একটি কর্মশালা RAOWA Club (Old building), Mohakhali, Dhaka তে সকাল ১০ থেকে ১২ টা পর্যন্ত আয়োজন করছে।

কর্মশালায় Yellow Brick Road এর প্রধান পরিচালক, ফারিন দৌলা এবং RAOWA এর প্রধান পরিচালক মেজর অবসরপ্রাপ্ত খন্দকার নুরুল আফসার বক্তব্য রাখবেন। 

এই কর্মশালাটি ৭ – ১২ বছর বয়স শিশুদের জন্য আয়োজিত হচ্ছে যেখানে তাদের নিজেদের সুরক্ষা জন্য কি কি বিষয়ে তাদের জানতে হবে এবং তাদের সেই পর্যায় কি করনীয় সেই বিষয়ে জানানো ও শেখানো হবে। Yellow Brick Road এর প্রধান পরিচালক, ফারিন দৌলা এই কর্মশালাটি পরিচালনা করবেন। এই কার্যক্রমটি শিশু বন্ধুত্বপূর্ণ পরিসরে, ছোট নাটক, ড্রয়িং ও আলোচনার মাধ্যমে বোঝানো হবে।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!