• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেখর দেব-এর দুটি কবিতা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০১৬, ০৪:৩৬ পিএম
শেখর দেব-এর দুটি কবিতা

বিচিত্রবীর্যের উঠোন

মানুষের অন্তর্গত বিস্ময়ের খোঁজে
বিপন্ন প্রেমের ঘরদোর ভেঙে
বিপুল পৃথিবীর অন্তরে
মেলেছি সভ্যতার অপার ডানা।

বিরল বিয়োগ আর বন্ধুর সময় হতে
মাথা তুলে বিশুদ্ধ মানুষ
পাল্টে নিয়েছি নিয়মের নমিত সুর।

নির্বোধ নিনাদ হতে
ক্রমশ সরেছি দূরে
করেছি আলাদা খুব আপন স্বভাবে।
মুখের কথায় যারা বুঝে না পথিক
পথের ইশারা তার অবুঝ আঁধার!

প্রেয়সী মনের ধাঁধাঁ অলীক প্রজ্জ্বল
হারাবার পথ হতে ফিরে আসি ঘরে
উঠোনের মায়াপুরে বিচিত্রবীর্য এক
জৌলুসে যৌবন সঁপে অসীম অঙ্গার।

প্রমাদের ফুল ছিঁড়ে
মুক্ত মানুষের দেশ গড়েছি সহসা
নিজের ভেতর ভেঙে নিয়মের ঘর।

প্রণয়ের প্রাণ
অন্তহীন বয়ে যায় বেদনার বাতাস। খুব আশ্চর্য সুরের মাঝে বেড়ে ওঠা বেলা হতে হারানো আমোদ খুঁজতে গিয়ে পেয়ে যাই অব্যক্ত কোন মুক্ত। যার ঝলকানি লেগে একবার স্বর্গ নামক বিভ্রম হতে হয়েছি চ্যুত। এভাবে কেটে গেলে কাল অনির্বাণ বাণে বিদ্ধ হবার থাকে না ভয় । তবুও সংসার নামক কোন জাগ্রত আগুনে পুড়ে পুড়ে যদি চাও নির্বাণেরও কিছু অধিক। তবে মনের জলে দাও ভালোবাসার ঢেউ। ভালোবাসা-শুদ্ধতার ভেতর কেন জুড়ে দাও নিঃশব্দ ব্যথার নহর। কথার ব্যথা ফেলে চলো আদরের মুক্ত ছড়িয়ে রচনা করি প্রণয়ের প্রার্থিত প্রাণ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!