• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে ভূমিহীনদের টাকা ছিনতাই


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০১৬, ০২:১১ পিএম
শ্রীপুরে ভূমিহীনদের টাকা ছিনতাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সাপ্তাহিক কিস্তির টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শ্রীপুরের সাইটালিয়া শালবন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গ্রামীণ ব্যংকের টেংরা শাখার ব্যবস্থাপক নিবারণ কুমার ঘোষ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।

গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার আব্দুল হালিম জানান, ওই মাঠ কর্মী সাইটালিয়া ভূমিহীন মহিলা সামতির সদস্যদের কাছ থেকে সাপ্তাহিক কিস্তির প্রায় ৬০ হাজার টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে রিক্সাযোগে গ্রামীণ ব্যাংকের টেংরা অফিসে ফিরছিলেন। এসময় সাইটালিয়া শালবন এলাকায় অজ্ঞাত তিন যুবক মোটরসাইকেলযোগে মাঠকর্মীর গতিরোধ করেন। তারা ওই কর্মীকে ছোড়া দিয়ে আঘাত করেন। পরে পিস্তল বের করে গুলি করার ভয় দেখিয়ে প্রায় ৬০ হাজার টাকা, সমিতির প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল ছিনিয়ে নেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মামলায় অজ্ঞাত ব্যাক্তিদের অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ছিনতাইকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!