• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংকটাপন্ন নওয়াজ শরিফ


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৯, ২০১৯, ১১:৩২ এএম
সংকটাপন্ন নওয়াজ শরিফ

ঢাকা : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অবস্থা সংকটাপন্ন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

নওয়াজের ব্যক্তিগত চিকিৎসকের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, প্লাটিলেট কমে যাওয়ায় নওয়াজ শরিফের অবস্থা আশঙ্কাজনক।  তবে প্লাটিলেট কেন কমছে, তা শনাক্ত করতে পারছেন না চিকিৎসকরা।  শুক্রবার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল।

রক্তে সংক্রমণ ঠেকাতে দেয়া স্টেরয়েডের পরিমাণ কমিয়ে দেয়ার পরই শনিবার থেকে পার্শ্বপ্রতিক্রিয়ায় কমতে শুরু করে প্লাটিলেট।

এক সপ্তাহ ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী। দুর্নীতি ও অর্থপচার মামলায় সাত বছরের সাজা হলেও অসুস্থতার কারণে গত রোববার জামিন পান ৬৯ বছর বয়সী নওয়াজ।

তার দল পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ (পিএমএল-এন) দাবি করছে, সাবেক ওই প্রধানমন্ত্রীকে স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করছে ইমরান খানের সরকার।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!