• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌরভকে নিয়ে শচীনের আশা


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৮, ২০১৯, ০১:০১ পিএম
সৌরভকে নিয়ে শচীনের আশা

ঢাকা: ঠিক যেভাবে ব্যাট হাতে বাইশ গজে নিজেকে উজাড় করে দিতেন সৌরভ গাঙ্গুলি, এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও তাঁর কাছ থেকে সে রকমই আবেগপূর্ণ একটা ইনিংস দেখার অপেক্ষায় শচীন টেন্ডুলকার।

ক্রিকেট জীবনে এক সঙ্গে বহু ওয়ানডে ম্যাচে ওপেন করেছেন শচীন-সৌরভ। আগামী ২৩ তারিখ, বোর্ডের বার্ষিক সাধারণ  তাঁর সাবেক সঙ্গী ওপেনার সরকারিভাবে বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন। নতুন ভূমিকায় সৌরভ কতটা সফল হবেন? শচীন মনে করেন, দারুণ একটা ইনিংস দেখা যাবে সৌরভের থেকে। কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান বলছেন, ‘ক্রিকেট জীবনে যেভাবে খেলে এসেছে সৌরভ, যেভাবে দেশের সেবা করেছে, আমি নিশ্চিত বোর্ড প্রেসিডেন্ট হিসেবেও সেভাবেই কাজ করবে।’

শচীন যোগ করেন, ‘সৌরভ যখন ক্রিকেট খেলত, আবেগ দিয়ে খেলত। নিজেকে উজাড় করে দিত। আমি সৌরভকে যত দূর চিনি, এটুকু বলতে পারি, ও বোর্ড প্রেসিডেন্ট হিসেবেও একই রকম আবেগ নিয়ে কাজ করবে।’ বোর্ড প্রশাসনের শীর্ষস্থানে এক জন সাবেক ক্রিকেটার। এরপর কি আরও বেশি করে সাবেক ক্রিকেটারদের বোর্ড রাজনীতিতে জড়িয়ে পড়তে দেখা যাবে? শচীনের জবাব, ‘সেটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপরে নির্ভর করবে।’

আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে নতুন এক টি-টোয়েন্টি লিগ। যেখানে খেলতে দেখা যাবে শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, ব্রায়ান লারাদের। মুম্বাইয়ে যে লিগের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন শচীন, লারা, শেবাগরা। আপনি মাঠে নামা মানে আবার সেই ‘শ-চী-ন, স-চি-ন’ ধ্বনি। কী রকম লাগবে সেই আওয়াজ আরও এক বার শুনতে? শচীন বলেছেন, ‘আমি আগেও বলেছি, যত দিন বেঁচে থাকব, তত দিন ওই আওয়াজ আমার কানে বাজবে। আরও একটা সুযোগ পাচ্ছি মাঠে নেমে ওই আওয়াজ শোনার।’

সোনালীনিউজ/আরআইবি/এইচএন

Wordbridge School
Link copied!