• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কিন ক্যান্সার : কীভাবে বুঝবেন


নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০১৬, ০১:৫১ পিএম
স্কিন ক্যান্সার : কীভাবে বুঝবেন

সোনালীনিউজ ডেস্ক

স্কিন ক্যান্সার বা চামড়ায় ক্যান্সার। বেশিরভাগ ক্ষেত্রেই চামড়ায় ক্যান্সার হলে আমরা বুঝতে পারি না। আর এর পরিনতি ভয়ানক হয়। চামড়ার ক্যান্সার এমন একটা রোগ, যা ছড়ায় তাড়াতাড়ি। আর বুঝতে দেরি হলেই পরিস্থিতি খারাপ হয়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। চামড়ায় ক্যান্সার হয়েছে কিনা তা বোঝার জন্য বেশ কিছু লক্ষণ রয়েছে। তবে চামড়ার ক্যান্সার একেবারেই ফেলে রাখা উচিত্‌ নয়। এতে বিপদের সম্ভাবনাই বেশি।

১) যদি দেখেন আপনার শরীরের কোথাও চামড়ার কোনও একটু জায়গায় গোল দাগ হয়ে গিয়েছে, তাহলে বাড়বাড়ি হওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। হতে পারে এটিই চামড়ার ক্যান্সারের লক্ষণ।

২) চামড়ায় ক্যান্সার হলে, চামড়ার উপরিভাগে কালো, গোলাপি, লাল এবং ব্রাউন এই ধরণের দাগ দেখা যায়। এই সমস্ত দাগকে ভুলেও অবহেলা করবেন না।

৩) চামড়ায় এই ধরণের দাগ খুব ছোট হলেও অগ্রাহ্য করবেন না। দাগ ছোট হলেও তা ভয়ঙ্কর।

৪) বেশিরভাগ ক্ষেত্রেই চামড়ার এরকম দাগে চুলকানি বা জালাপোডা দেখা দেয়। এরকম কিছু বুঝলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!