• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্মার্ট আইফোন ৭ 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৮, ২০১৬, ০২:১৮ পিএম
স্মার্ট আইফোন ৭ 

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

গুঞ্জন শুরু হয়েছে নতুন আইফোনের। বছরের শেষনাগাদ আইফোন ৭ বাজারে ছাড়তে পারে অ্যাপল। এটি হতে পারে বাঁকানো ডিসপ্লেযুক্ত একটি স্মার্টফোন। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে এ সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে।

২০১৫ সালের মে মাসের পর থেকে অ্যাপলের শেয়ারের দাম ২৫ শতাংশ কমেছে। ওয়াল স্ট্রিটের গবেষকেরা বলছেন, আইফোনের বিক্রিও কমে গেছে।

রেমন্ড জেমসের বিশ্লেষক টাভিস সি, ম্যাকার্ট ও মাইক কোবান মনে করেন, এ বছরের শেষনাগাদ আইফোন ৭ এলেও বাজারে আইফোন বিক্রি কমে যাওয়ার হার ঠেকাতে পারবে না।

২০১৫-র অক্টোবর থেকে ডিসেম্বর খুব একটা ভালো যায়নি অ্যাপলের। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রান্তিক আয় ঘোষণার সময় মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল জানায়, আইফোন বিক্রির হার মাত্র ১ শতাংশ বেড়েছে।

অ্যাপলের বিনিয়োগকারীরা দুই অঙ্কের প্রবৃদ্ধি আশা করলেও বাজার বিশ্লেষকেরা বলছেন, ২০০৭ সালের পর আইফোন বিক্রি যে হারে বাড়ছিল, তা এতটা কমে যাওয়ার ঘটনা প্রথমবারের মতো ঘটল।

গত বছরের সেপ্টেম্বর মাসে আইফোন ৬ এস ও ৬ এস প্লাস বাজারে আসার পর এক সপ্তাহে রেকর্ড পরিমাণ আইফোন বিক্রি হলেও এখন সে চাহিদা কমে গেছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। চলতি প্রান্তিকেও আইফোন বিক্রির লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না বলে স্বীকার করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।

বাজার বিশ্লেষকেরা বলছেন, আইফোন ৭ যদি আগের ফোনগুলোর উন্নত সংস্করণ হয়, তবে এতে মানুষের খুব বেশি আগ্রহ থাকবে না। যেমন আইফোন ৬ এত বেশি জনপ্রিয় হয়েছিল যে, মানুষ আইফোন ৬ এস কেনার আগ্রহ কম দেখিয়েছে। এছাড়া পুরোনো মডেলের দামও তুলনামূলকভাবে কম।

ওয়েবসাইট বিজনেস ইনসাইডারে বলা হয়েছে, আইফোন ৭-এ নতুনত্ব বলে তেমন কিছু থাকবে না। তবে কাঠামোগত দিক দিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারে অ্যাপল।

ওয়েবসাইট টেকক্রাঞ্চের খবরে বলা হয়, সেপ্টেম্বর মাসে আইফোন ৭ বাজারে আসবে। কেজিআই সিকিউরিটিজের গবেষক মিন-চিকোউ বলেন, আইফোন ৭-এ থাকবে ডুয়াল লেন্স সিস্টেম। ফোনের পেছনেই থাকবে দুটি বিশেষ ক্যামেরা। এতে ছবি তোলার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন আইফোন ৭ ব্যবহারকারীরা।

সোনালীনিউজ/ঢাকা/এমএএইচ/২৮০১২০১৬

Wordbridge School
Link copied!