• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতি ‘রাজলক্ষ্মী’ মারা গেছে


মৌলভীবাজার প্রতিনিধি জুলাই ২১, ২০১৭, ১১:০৭ এএম
হাতি ‘রাজলক্ষ্মী’ মারা গেছে

মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গলে মেরুদণ্ডে আঘাত পাওয়ার ৭ দিন পর হাতি ‘রাজলক্ষ্মী’ মারা গেছে। শুক্রবার (২১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাতিটির মালিক সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল থেকে রাজলক্ষ্মীকে উদ্ধারে মালিক, ভেটেরিনারি সার্জন, সরকারি কর্মকর্তা ও বন বিভাগের লোকজন আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

জেলা ভেটেরিনারি সার্জন ডা. নিরোদ চন্দ্র সরকার জানান, রাজলক্ষ্মীর ওজন প্রায় ৩ হাজার কেজি হবে। তার বয়স প্রায় ৩৫ বছর।

হাতিটি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদাসি গ্রামের সিরাজুল ইসলামের। হাতিটির মালিক মো. সিরাজুল ইসলাম বলেন, গত শুক্রবার (১৪ জুলাই) গভীর রাতে একটি সার্কাস গ্রুপে লোকজন ব্রাক্ষ্মণবাড়িয়া  থেকে ট্রাকযোগে এই হাতিটিকে শ্রীমঙ্গল নিয়ে আসে।  শ্রীমঙ্গলের গরু-মহিষের হাটের উঁচু জায়গাটিতে না নামিয়ে  মৌলভীবাজার  রোডের রাস্তার পাশে নামিয়ে দেয়। নামানোর সময় হাতিটি পায়ে প্রচন্ড ব্যথা পায়। শনিবার সকালে এসে দেখি হাতিটি হাঁটতে পারছে না। দাঁড়াতে পারছে না। বসে যাচ্ছে। রাজলক্ষ্মীর ওজন প্রায় ৬০-৭০ মন।

পোষা হলেও খবর জানার পর থেকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং প্রাণিসম্পদ বিভাগ হাতিটির সার্বক্ষণিক খোঁজখবর ও চিকিৎসার ব্যবস্থা করেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!