• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩৬৫ দিন নারীর


মো: গোলাম মোস্তফা (দুঃখু) মার্চ ৮, ২০১৯, ০২:১৭ পিএম
৩৬৫ দিন নারীর

নারী আমি বিশ্বাসের নাম,
জগতময় সারা বিশ্বে নারীর জয়গান।

পাহাড়ের বিশালতা বলে দেয়,
নারী আমি বিশ্বাসের ছায়া বিশ্বজুড়ে।

সময় এসেছে এবেলায়,
নারী কে নয় আর অবহেলা।

নারী আমি মমতাময়ী মা,
যেখানে আছে বেঁচে থাকার প্রশান্তি।

নারী ভাইয়ের বিশ্বাসের নাম,
কষ্টের পাশে বোনের ছায়া।

নারী আমি প্রিয়তম,
পৃথিবীর বুকে  দৃপ্ত সুখের নাম।

নারী বলে একদিন কেন?
সমাজ তুমি ফিরিয়ে দাও ৩৬৪ দিন!

মুক্তির বেলা চাই প্রতি দিন!
যে দিনে থাকবে না,
আমি নারী বলে ঘরের শোপিস।

নারী বলে,
আগুনের মতো করে রেখেছো।
সমাজের বেড়া জালে!

মুক্তি দাও!
সমাজ মাকড়সা জাল থেকে।

৩৬৫ দিন নারীর,
নিশ্বাস নিয়ে বলতে চাই!
বিশ্ব তুমি শুনতে পাচ্ছো,
নারী কারো হাতের পুতুল নয়।

নারী বলে পরীক্ষা,
গৃহের মালিকের কাছে!

যে বাসস্থানে,
জীবন দেহের নিশ্বাস ত্যাগ করবো!
সেই বাড়ির উঠান যে - আমার স্থায়ী ঠিকানা নয়।

কর্তা বলবে গৃহ আমার!
তাহলে নারীর ঠিকানা কোথায়?
বলতে পারবে বিশ্ব দরবারের মোড়লেরা।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

Wordbridge School
Link copied!