• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৫০০ অসহায় পরিবারের পাশে হিরো আলম


বগুড়া প্রতিনিধি মার্চ ২৯, ২০২০, ১০:৩৬ পিএম
৫০০ অসহায় পরিবারের পাশে হিরো আলম

বগুড়া: করোনাভাইরাসের কারণে প্রান্তিক মানুষগুলো পড়েছেন বিপাকে। কাজের অভাবে দিনে এনে দিনে খাওয়া মানুষগুলো পড়েছেন খাদ্য সংকটে। এমন পরিস্থিতিতে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি-সংগঠন। নিজ নিজ এলাকায় বিতরণ করছেন চাল-ডাল, তেল-আলুসহ খাদ্যপণ্য।

বগুড়া-৪ আসনের (শেরপুর ও নন্দীগ্রাম) প্রান্তিক মানুষগুলোর জন্য এগিয়ে এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জনপ্রিয়তা পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম। ৫০০ দরিদ্র পরিবারকে চাল ডাল-তেল-লবণসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছেন তিনি।

নিজের সামর্থ্যে যা আছে, তাই নিয়েই নিজ এলাকার মানুষদের সাহায্যে  এগিয়ে এসেছেন হিরো আলম। তিনি বলেন, ‘আমি যা পেরেছি করেছি। সমাজের বিত্তবানরাও এই মানুষগুলোকে সাহায্য করতে এগিয়ে আসুক আমি তা চাই।’

সমাজের বিত্তবানদের উদ্দেশে হিরো আলম বলেন, ‘আপনারা তো অনেক ইনকাম করেন, কিন্তু মানুষের উপকারে তো আসেন না। মহান আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এখন সবাই এগিয়ে আসুন।’

প্রান্তিক মানুষের বিষয়ে বগুড়া-৪ আসন থেকে সতন্ত্র নিবার্চন করা হিরো আলম বলেন, ‘আমি তাদের দুঃখ বুঝি। কারণ, আমিও তো এমনই দরিদ্র পরিবারের সন্তান ছিলাম। এখন হয়তো কিছুটা আল্লাহ দিয়েছেন, যতটুকু আল্লাহ দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

এমপি পদে দাঁড়িয়ে নির্বাচিত না হলেও নিজ এলাকার দুঃখি মানুষের পাশে সবসময় থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন হিরো আলম।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!