• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৮ স্পটে খাবার দেবেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক মে ৩১, ২০১৬, ১২:৫১ পিএম
৮ স্পটে খাবার দেবেন খালেদা জিয়া

রাজধানীর ৮টি স্পটে খাবার বিতরণ করবেন বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৫দিনের অংশ হিসেবে আজ মঙ্গলবারও রাজধানীর ৮ স্পটে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন তিনি।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে খিলগাঁও জোড়পুকুর মাঠে দুঃস্থদের মাঝে খাবার বিতরণের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করার কথা রয়েছে ।

এরপর পর্যায়ক্রমে মাদারটেকের আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়, মতিঝিলের অভিসার সিনেমা হল, গেন্ডারিয়া কাঠের পুল, দয়াগঞ্জ মোড় (যাত্রাবাড়ি), ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আলম মার্কেট জুরাইন এবং শ্যামপুর ঈদগাহ মাঠে (লাল মসজিদ) খাবার বিতরণ করবেন তিনি।

গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া এভিনিউয়ের টিএন্ডটি মাঠ থেকে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খালেদা জিয়া। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীর ৩১টি স্পটে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

এছাড়া আগামীকাল বুধবারও বেলা ১১টায় মহাখালীর ওয়ারলেস গেট থেকে তৃতীয় দিনের খাবার বিতরণের কর্মসূচি শুরু করবেন বিএনপি চেয়ারপারসন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!