ঢাকা: কিভাবে তার নাম বিপিএলের ড্রাফটে গেল তিনি জানতেন না। ক্রিস গেইল জানিয়েছিলেন, বছরের বাকি সময়টুকু বিশ্রামে কাটাবেন। মাঠে নামবেন না। তখন খবর বেরিয়েছিল এবারের বিপিএলে আসছেন না গেইল। তবে সব শঙ্কা কাটিয়ে সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছে, গেইল বঙ্গবন্ধু বিপিএলে আসছেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান জানান, ‘তাঁর বিপিএল খেলা নিয়ে কোন সংশয় নেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিশেষ এই বিপিএল মাতাবেন ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তী ক্রিস গেইল।’
কে.এম. রিফাতুজ্জামান আরো জানান, ‘ক্রিস গেইলের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট আছে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে। তবে, বিপিএল খেলার ব্যাপারে তার কখনও আপত্তি ছিলো না। আমরা হয়তো পুরো বিপিএলে গেইলকে পাবো না। কিন্তু, পরের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এ ব্যাটিং জিনিয়াস।’
দেশী-বিদেশী মিলিয়ে বিপিএলে সবচেয়ে সফল ব্যাটসম্যান ক্রিস গেইল। টুর্নামেন্টের সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে কম বলে সেঞ্চুরি, সবচেয়ে কম বলে ফিফটি-এমন দারুন সব রেকর্ড আছে এই বাঁ-হাতি ওপেনারের।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ
দেশি: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন।
বিদেশি: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিষ্কা ফার্নান্দো, রিয়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্স, মোহাম্মদ মুসা খান।
সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ