• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘দল যার যার মাশরাফি সবার, জিতলে পাবেন মন্ত্রিত্বও’


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৪, ২০১৮, ০৩:৩৯ পিএম
‘দল যার যার মাশরাফি সবার, জিতলে পাবেন মন্ত্রিত্বও’

ছবি: ফরহাদ খান

ঢাকা: বাংলাদেশের ক্রীড়াঙ্গণে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে? এই তালিকা করলে ওপরের দিকেই থাকবে মাশরাফি বিন মুর্তজার নাম। সেই তিনি নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতিকে ভোট করতে চলেছেন। নড়াইলে মাশরাফিকে নিয়ে ইতিমধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তাঁকে এক নজর দেখার জন্য পথসভা পরিণত হচ্ছে জনসভায়।

অভিজ্ঞমহল মনে করছেন, মাশরাফিকে নড়াইল-২ আসনে ঠেকাতে পারেন এমন প্রতিদ্বন্দ্বী নেই। তবে রাজনীতিকেদের কথা, সুন্দর নড়াইল গড়তে মাশরাফিকে শুধু সাংসদ হলেই চলবে না, হতে হবে মন্ত্রীসভার সদস্যও।

নড়াইল জেলা পরিষদের সভাপতি সোহরাব হোসেনের বিশ্বাস মাশরাফি ভবিষ্যতে মন্ত্রিত্বও পাবেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের এখানে দল যার যার, মাশরাফি সবার। সে অত্যন্ত যোগ্য ছেলে। মাননীয় প্রধানমন্ত্রী তাকে ভীষণ স্নেহ করেন। অনেক পছন্দ করেন বলেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর যেহেতু প্রধানমন্ত্রী নিজের আগ্রহে মনোনয়ন দিয়েছেন, আমাদের বিশ্বাস, মাশরাফি জিতলে এবং আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে সে মন্ত্রিত্বও পাবে। এর আগে কখনো নড়াইল থেকে আমরা মন্ত্রী পাইনি। আশা করি, মাশরাফিকে দিয়ে সেই শূন্যতা পূরণ হবে। এলাকার সার্বিক উন্নয়নে ক্ষমতার কাছে থাকাটা খুব জরুরি।’

মাশরাফির প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও মানুষের কাছে ভোট চাইছেন। তবে মাশরাফির বেলায় অন্যরকম ঘটছে। অধিকাংশ সময়ই তাঁকে সেলফির আবদার মেটাতে হচ্ছে। তারপরও মাশরাফি প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না। ঠিক যেমনটি তিনি খেলার মাঠে নেন না। মাশরাফির কথায়,‘ আমার ভেতর কখনও আত্মতৃপ্তি কাজ করে না। ক্রিকেটে কখনও কাজ করেনি। সে অভ্যাসটা রয়ে গেছে। আজকের ম্যাচে যা করেছি, সেটি মাথায় রেখে পরের ম্যাচে খেলতে নামি না। রাজনৈতিক মাঠেও তৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমি প্রত্যাশা করছি, ভোটের মাঠে কঠিন প্রতিদ্বন্দ্বিতাই হবে। প্রতিপক্ষকে দুর্বল ভাবাটা বোকামি।’

ভোটের ময়দান চষে বেড়ানোর পাশাপাশি মাশরাফি প্রশাসন এবং নিজের দলের নেতা-কর্মীদের অনুরোধ করেছেন যাতে কাউকে হেনস্থা না হতে হয়, ‘প্রতিপক্ষকে এমন কিছু করা যাবে না, তারা আঘাত পায়। বলেছি, তারা তাদের মতো কাজ করুক, আমরা আমাদের মতো কাজ করি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!