• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে ইলিশ যাচ্ছে আজ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০২:২৯ পিএম
ভারতে ইলিশ যাচ্ছে আজ

ঢাকা : তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিতর্কের জের ধরে ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ। তবে ভারতের জন্য সুসংবাদ হলো- শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আবারও পাশ্ববর্তী দেশ ভারত যাচ্ছে পদ্মার ইলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেনাপোল সীমান্ত দিয়ে থেকেই শুরু হচ্ছে এই ইলিশ রপ্তানি।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। ওই ইলিশের প্রথম চালান ভারতে পৌঁছাবে আজ।    

যদিও ২০১২ সালের পয়লা আগস্ট ইলিশসহ সব ধরনের মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরপর ওই বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া বাকি সব মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে এখনো ইলিশ রপ্তানি নিষিদ্ধ রয়েছে। তবে সামনে দুর্গাপূজা উৎসব। এ উৎসব সামনে রেখে এবার বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ছাড়পত্র দেয় গত ২২ সেপ্টেম্বর।

জানা গেছে, ৫০০ টন ইলিশ কয়েক ধাপে আগামী ১০ অক্টোবরের মধ্যে পৌঁছাবে পশ্চিমবঙ্গে। এসব ইলিশ পাঠানো হচ্ছে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পথে। এরপর সে ইলিশ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে মিলবে।

বাংলাদেশের মতো ভারতের মানুষের কাছেও ইলিশ অত্যন্ত জনপ্রিয়। ভারতের ওড়িশা, বিহার ও আসামেও বাংলা সংস্কৃতির ধারক-বাহক হিসেবে ইলিশের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। আর সেখানে পূজায় ইলিশ মাছ খাওয়া অনেকটাই জনপ্রিয় রীতি। তবে ভারতে উৎপাদন বাংলাদেশের তুলনায় কম। সে কারণেই বন্ধুপ্রতিম এ দেশকে ইলিশ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে ভারতে ইলিশ রপ্তানির প্রভাব দেশের বাজারে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, আমরা পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করব, যেটা পূজার পরই বন্ধ হয়ে যাবে। এ কারণে রপ্তানি হলে দেশের বাজারে কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, একসময় ইলিশ গভীর সমুদ্রে চলে গিয়েছিল, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আবার নদীতে ফিরে এসেছে। সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় সব মাছ পরিপক্বতা পেয়েছে। এখন দেশে পর্যাপ্ত ইলিশ উৎপাদন হচ্ছে। এ কারণে দেশের চাহিদা মিটিয়ে আমরা ভেবে দেখব এটা রপ্তানি করা যায় কি না।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!