বাকি না দেয়ায় কুপিয়ে যখম, ৭ জনের দণ্ড

  • মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৭, ১০:৫৭ এএম
বাকি না দেয়ায় কুপিয়ে যখম, ৭ জনের দণ্ড

ঝালকাঠি: বাকি না দেয়ায় মুদি ও চা-পানের এক দোকানী এবং তার দুই ছেলেকে কুপিয়ে যখম করার অভযোগ প্রমানিত হওয়ায় ৭ ব্যক্তিকে সর্বোচ্চ ৭ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ঝালকাঠি মূখ্য বিচারিক আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বৈকালিন পর্বে হাকিম মো. আবু শামীম আজাদ আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দণ্ডিতদের মধ্যে রাজাপুর উপজেলার পিংরি গ্রামের চুন্নু হাওলাদারকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান, ভাই পান্নু হাওলাদার ও মোবাশ্বের কে ৩ বছর ৩ মাস ও ৫৫০০ টাকা জরিমানা এবং অন্য ৪ জন একই গ্রামের সেলিম মীরা, চাঁন মিয়া, সাইদুল সিকদার ও নান্নু হাওলাদারকে ১ বছর ৩ মাস সশ্রম কারাদণ্ড ও ১৫০০ টাকা জরিমানার দণ্ড দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ১১ মে বিকেল আসামীরা রাজাপুর উপজেলার বামনখান এলাকার দোকানী আ. শুক্কুর হাওলাদার ও তার ২ ছেলে বেলায়েত ও ফারুককে বাকি না দেয়ায় কুপিয়ে যখম করে।

এ ব্যপারে দোকানী আ. শুক্কুর হাওলাদার বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!