ময়মনসিংহ: জেলার ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা নামক স্থানে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় কাদির মাস্টার (৬৫) নামের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া তার ছেলে জুয়েল খান গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
রোববার (২২ এপ্রিল) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কাদির মাস্টারের বাড়ি উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি গ্রামে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ইনচার্জ মো. আবদুস সালাম জানান, ময়মনসিংহগামী কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-১১-৪২-৯৫) পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো-ক ০২-০৯-৪১) ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী পল্লী চিকিৎসক কাদির মাস্টার (৬৫) নিহত হন। এ সময় প্রাইভেটকারে থাকা তার আরো ২ ছেলে বাছির খান, বিপ্লব খান ও ড্রাইভার গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
সোনালীনিউজ/ঢাকা/আকন
আপনার মতামত লিখুন :