চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি র্যাব।
রোববার (২২ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার পর উপজেলার চৌডালা ইউনিয়নের কুইচ্চাপাড়া-আরগাড়া সড়কে এ ঘটনা ঘটে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ বলেন, কুইচ্চাপাড়া-আরগাড়া সড়কে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র্যাবের একটি টহল দল ঘটনাস্থলে যায়। র্যাবের ওপর ডাকাতেরা হামলা চালায়। ‘আত্মরক্ষার্থে’ র্যাব সদস্যরাও গুলি ছোঁড়ে এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তাদের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সোনালীনিউজ/ঢাকা/এআই
আপনার মতামত লিখুন :