ঢাকা : রোববার অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে দায়ের সাধন ১০০ কোটি টাকার মানহানির মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার উক্তি ছিল ।
অথচ প্রতিবেদন দাখিলের জন্য রোববার নির্ধারিত তারিখে তদন্ত কাজের ব্যাপারে প্রধান ব্যক্তি প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ কারণে আগামি ২৫ আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন। অনলাইন নিউজ পোর্টাল স্টুডেন্ট জার্নালবিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান মামলাটি দায়ের করেন।
গত ২৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনের এক অনুষ্ঠানে শমী কায়সারের দুটি মোবাইল ফোনসেট খোয়া যায়। এ ঘটনায় মিলনায়তনের দরজা বন্ধ করে সাংবাদিকদের আটকে রাখা হয়। এরপর একাধিক সাংবাদিকের ব্যাগ তল্লাশি করেন শমী কায়সারের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা।
অথচ সাংবাদিকদের ক্যামেরায় ধারণ সাধন ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানেরই এক কর্মচারী শমী কায়সারের মোবাইল ফোনসেট দুটি নিয়ে গেছেন। তখন শমী কায়সার দুঃখ প্রকাশ করেন। তবে তার আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচিত হয়।
সে সময় শমী কায়সার সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে শমী কায়সার আধা ঘণ্টা গেটে দাঁড়িয়ে থেকে সাংবাদিকদের দেহ তল্লাশি করান।
মামলায় বাদী বলেছেন, শমী কায়সারের আচরণ সাংবাদিক সমাজকে হেয় করেছে। একই সঙ্গে বাদীর ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলেও মামলায় বলা হয়।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :