গেজেট তৈরিতে ৮ মে পর্যন্ত সময় পেলো সরকার

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৪, ২০১৭, ১০:০৯ এএম
গেজেট তৈরিতে ৮ মে পর্যন্ত সময় পেলো সরকার

ঢাকা : নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আবারো দিল আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ৮ মে পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (০৪ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে সময়ের আবেদন করেন। শুনানী শেষে আদালত ৮ মে পর্যন্ত সময় দেন। এর আগে এ বিষয়ে বেশ কয়েকবার সময় দিয়েছে আদালত। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। সর্বোচ্চ আদালতের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি চাকরির শৃঙ্খলা সংক্রান্ত খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট ওই বিধি সংশোধন করে সরকারকে বিধিমালা প্রকাশের নির্দেশ দেয়।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!