দায়িত্ব নিলেন নতুন গভর্নর

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২০, ২০১৬, ১২:৫৫ পিএম
দায়িত্ব নিলেন নতুন গভর্নর

সোনালীনিউজ ডেস্ক

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নিলেন ফজলে কবির। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়েন নতুন এই গভর্নর।

দায়িত্ব গ্রহণের পর ফজলে কবির বলেন, ৮১ মিলিয়ন ডলার উদ্ধারই হবে তার প্রধান কাজ।

ড. আতিউর রহমানের পদত্যাগের পর গত ১৫ই মার্চ নতুন গভর্নর হিসেবে সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরের নাম ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এর আগে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত সোনালী ব্যাংক এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সোনালীনিউজ/আমা

Link copied!