‘সোনা বন্ধু’ ছবির প্রিমিয়ার শো আজ

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০১৭, ০১:১৫ পিএম
‘সোনা বন্ধু’ ছবির প্রিমিয়ার শো আজ

ঢাকা: জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘সোনা বন্ধু’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১০ আগস্ট)। গ্রামীন প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

এ দিন বাংলাদেশের নাট্য, চলচ্চিত্র, মঞ্চ, বেতার, টেলিভিশনসহ সব গণমাধ্যমের সংস্কৃতি কর্মীদের সমন্বয়ে গঠিত শিল্পী ঐক্যজোটের সদস্যদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হবে।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজার রহমান। বিকেলে এফডিসির ৮ নম্বর ফ্লোরে মিলন মেলা ও প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

‘সোনা বন্ধু’ ছবিতে অভিনয় করেছেন পপি, পরীমনি ও ডি এ তায়েবসহ অনেকে। ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রয়াত আবদুল গফুর হালীর লেখা জনপ্রিয় গান ‘সোনাবন্ধু’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য করেছেন ম ম রুবেল।

সোনালীনিউজ/বিএইচ

Link copied!