ঢাকা: ‘জন্মদিনে সবসময় একটু চুপচাপ থাকি, এ দিনটা নিজের মত থাকতে ভালো লাগে। পরিবারের সবার সাথে কেক কেটে, খাওয়া-দাওয়া করে বাসায় উদযাপন করা হয়। মসজিদে মিলাদ দেওয়া হয়, আর এতিমদের খাওয়ানো হয়। বরাবরই এমনই করি... কোথাও বের হই না, এমনকি কোনো টেলিভিশন অনুষ্ঠানেও যাওয়া হয় না।
বুবলী আরও বলেন, সবাই শুভকামনা জানিয়ে ফোন করে, মেসেজ করে। আর এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কিছু ভক্তরাও নানানভাবে শুভকামনা জানাচ্ছে, খুবই ভালো লাগে এসব কিছু।’
বুবলী বলেন ‘সবার ভালোবাসা আর দোয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, অভিনয় দিয়ে জায়গা পেতে চাই দর্শকহৃদয়ে।
খুব অল্পসময়ে বুবলী চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আলোচিত এই অভিনেত্রীর জন্মদিন আজ । সোনালীনিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।
বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করেন। পরে দুই বছর এলএলবি পড়েন, কিন্তু তা শেষ করেন নি। মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমবিএতে ভর্তি হন এবং তার কাজের ফাঁকে ফাঁকে ক্লাস করেন।
২০১৬ সালে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিনয়ে নাম লিখান।
সোনালীনিউজ/বিএইচ
আপনার মতামত লিখুন :