৮ কোটি মানুষকে বিনা মূল্যে চাল দেবেন মমতা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০২০, ০৩:৪৪ পিএম
৮ কোটি মানুষকে বিনা মূল্যে চাল দেবেন মমতা

ঢাকা : করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী সাড়ে ১৬ হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী ভাইরাসটির থাবা থেকে পশ্চিমবঙ্গকে রক্ষায় বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, করোনা নিয়ে প্রতিনিয়ত মিডিয়ার মুখোমুখি হচ্ছেন মমতা। এরই মধ্যে সবাইকে চমকে দিয়েছেন বিশেষ এক ঘোষণার মাধ্যমে। সেটা হলো, এতদিন যারা ২ টাকা দরে রেশনের চাল পেতেন, এবার তাদের সম্পূর্ণ বিনা মূল্যে চাল দেওয়া হবে। 

পশ্চিমবঙ্গ সরকারের দাবি, এটা কেবল দরিদ্রদের জন্য নয়। আগামী ৬ মাস পর্যন্ত প্রায় আট কোটি লোক এভাবে চাল নিতে পারবেন। গত শুক্রবার (২০ মার্চ) নবান্ন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেন মমতা।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, দেশটিতে প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানিসহ অন্তত ৪৯৯ জন আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে পশ্চিমবঙ্গসহ অন্তত ৩০ রাজ্যে লকডাউন ঘোষণা করেছে সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের অন্তত ১৯৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বব্যাপী ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৭৯ হাজারের অধিক মানুষ। আর করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও এরই মধ্যে ১৬ হাজার ৫২৪ জনে পৌঁছেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, করোনা ভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। তাছাড়া শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।

বর্তমানে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভাইরাসটি নতুন হওয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

সোনালীনিউজ/এএস

Link copied!