পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিয়ন্ত্রিত দুইটি শহরে একাধিক বোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে বলে একটি মনিটরিং গ্রুপ জানিয়েছে।
মনিটরিং গ্রুপ জানিয়েছে, প্রদেশটির তারটিস শহরে কমপক্ষে ৩টি ও জাবেলা শহরে কমপক্ষে ৪টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বোমা হামলার কথা জানালেও নিহতের বিষয়ে কিছু বলেনি।
আজ সোমবার দেশটির লাতাকিয়া প্রদেশের জাবেলা শহরের বাসস্ট্যান্ড ও হাসপাতালসহ আরও কয়েকটি স্থানে যুগপত গাড়িবোমা ও আত্মঘাতি বোমা হামলা চালানো হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
আর লাতাকিয়া প্রদেশে এভাবে যুগপত বোমা হামলার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছে আল জাজিরা। সূত্র : আল জাজিরা
আপনার মতামত লিখুন :