লেবাননে আত্মঘাতী বোমা হামলা : নিহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৭, ২০১৬, ০২:২৮ পিএম
লেবাননে আত্মঘাতী বোমা হামলা : নিহত ৫

লেবাননের পূর্বাঞ্চলে সিরীয় সীমান্তবর্তী এলাকায় সোমবার ভোরে তিনটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান।

দেশটির নিরাপত্তা বাহিনী বলছে, আল কা গ্রামে ধারাবাহিক বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

লেবানিজ রেডক্রসের মহাসচিব জর্জেস কেটানেহ্ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, এই হামলায় অন্তত ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন হামলাকারী।

সোনালীনিউজ/এইচএআর

Link copied!