মস্কোর একটি গুদামে আজ শনিবার (২৭ আগস্ট) সকালে এক অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। রুশ কর্তৃপক্ষ একথা জানিয়েছে। জরুরি মন্ত্রণালয়ের প্রেস সার্ভিসের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ‘আগুন নেভানোর সময় ধোঁয়ায় ঢেকে যাওয়া একটি কামরার সন্ধান পাওয়া যায়।’
তিনি আরো বলেন, ‘দমকল কর্মীরা দেয়াল ভেঙ্গে ভেতরে গিয়ে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করে।’ গ্রিনিচ মান সময় ৫টায় জরুরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরাঞ্চলে অবস্থিত একটি শিল্প অঞ্চলের ওই গুদামের ২০০ বর্গমিটার এলাকায় আগুনটি ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানায়, গ্রিনিচ সময় ৭টার দিকে আগুন নিভিয়ে ফেলা হয়। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন টুইটারে জানান, নগর কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করবে।
এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
সোনালীনিউজ/ঢাকা/এইচএআর
আপনার মতামত লিখুন :