শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে আঘাত হানতে পারে ফণী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০১৯, ১২:২৬ পিএম
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে আঘাত হানতে পারে ফণী

ঢাকা: ঘূর্ণিঝড় ফণী সাগর থেকে উপকূলের দিকে এগিয়ে আসছে। এর গতি ধীর হলেও ফণি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত ফণি শুক্রবার বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল থেকে ফণী খুলনা ও তৎসংলগ্ন জেলার পূর্বাঞ্চলের প্রভাব ফেলতে পারে। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে আঘাত হানতে পারে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ জানান, ধীর এগিয়ে আসলেও ফণী শক্তিশালী হয়ে গেছে। তাই ফণী ৪ মের আগেও বাংলাদেশে আঘাত হানতে পারে।

এদিকে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদসংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!