বিএনপির ত্রাণবাহী ট্রাক কেন আটকে দিল?

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০৮:১২ পিএম
বিএনপির ত্রাণবাহী ট্রাক কেন আটকে দিল?

ঢাকা; কক্সবাজার রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিএনপির নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক পুলিশ কেন আটকে দিল তা বুঝতে পারছেন না দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উখিয়া উপজেলার ঘুমধুম এলাকায় রোহিঙ্গাদের একটি অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে এসে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘বুঝতে পারলাম না আমাদের কেন বাধা দিল। এরশাদ সাহেব আজকে এসেছেন এখানে। তাঁর জন্য দুইটা মঞ্চ করা হয়েছে। অথচ আমাদের এক রকম বাধা দেয়া হলো।’ 

তিনি বলেন, এরা এখনো সরকারি সহযোগিতা পায়নি। মারা গেলে এদের দাফনের ব্যবস্থা পর্যন্ত এখানে নেই। স্থানীয় লোকজন এদের দারুণভাবে সহযোগিতা করছে, অভূতপূর্ব সহযোগিতা করছে। স্থানীয় লোকজনের সহায়তা না পেলে হয়তো তারা দুর্দশায় থাকত।’

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শাসমুদ্দিন দিদার। 

প্রসঙ্গত, বুধবার (১৩ সেপ্টেম্বর) রোহিঙ্গাদের জন্য নিয়ে যাওয়া বিএনপির ২২টি ত্রাণবাহী ট্রাক পুলিশ আটকে দেয়।

সোনালীনিউজ/জেএ

Link copied!