ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন পাঁচজন। তারা হলেন- বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, রাসেল আশেকী, আদম তমিজি হক, মনীপুরী স্কুলের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন এবং মুহাম্মদ শাহ আলম।
শনিবার (১৩ জানুয়ারি) মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন তারা মনোনয়ন ফরম কিনেন।
সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এসময়ের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। পরে ১৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, দল থেকে মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পাঁচ জন ফরম কিনেছেন। আওয়ামী লীগের প্রতিটি মনোনয়ন ফরম ২৫ হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে।
সোনালীনিউজ/জেএ
আপনার মতামত লিখুন :