ঢাকা: রাজধানীর মহাখালীতে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক নূরে আলমকে (৪২) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৪ জুন) মহাখালী রেলগেটের পশ্চিম পাশে একটি হোটেলের সামনে বাসটিতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ চালককে আটক করা হয়।
র্যাব-২ এর পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী বলেন, বাস চালক নূরে আলম নিয়মিত ইয়াবা সেবন করতেন। এর আগেও ইয়াবার চালান নিয়ে ঢাকায় এসেছেন তিনি। এসব ইয়াবা মিয়ানমার থেকে রামু হয়ে কক্সবাজারের চকরিয়ায় আসে। তারপর সেখান থেকে ইয়াবাগুলো শ্যামলী পরিবহনের ওই চালক রিসিভ করে ঢাকা নিয়ে আসেন।
তিনি বলেন, আগে কক্সবাজার সীমান্ত হয়ে ইয়াবা আসতো। চালক নূরে আলমের দেওয়া তথ্যে বোঝা যাচ্ছে মাদক কারবারিরা ইয়াবা চোরাচালানের রুট পরিবর্তন করেছে।
আটক নূরে আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ভ ১৫ ২২৯৬) বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান এসপি মহিউদ্দিন।
সোনালীনিউজ/এমএইচএম
আপনার মতামত লিখুন :