সোনালীনিউজ ডেস্ক
গত বছরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মার্কিন তারকা শিল্পী টেলর সুইফট। সেই আলোচনার ধারাবাহিকতা জিঁইয়ে রাখতে বছরের শুরুতেই ভক্তদের জন্য নতুন উপহার নিয়ে হাজির হলেন এ শিল্পী। জানুয়ারির প্রথম তারিখেই তিনি প্রকাশ করেন একক গান ‘আউট অব দ্য উডস’। যা ইতিমধ্যেই সুইফটভক্তদের মাঝে ব্যাপক আলোড়ণ জাগিয়েছে। গানটি প্রকাশের দিন সুইফট তার ভক্তদের উদ্দেশ করে বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন নতুন বছরে এটি হবে তাদের জন্য আমার উপহার। যেখানে নতুনভাবে আমাকে আবিষ্কার করতে পারবেন তারা।’ বছরের শুরুতে প্রকাশ হওয়া নতুন এ গানের ভিডিওতে নিজেকে আগের চেয়ে আরও মোহনীয় এবং রোমান্টিকভাবে উপস্থাপন করেছেন তিনি। তবে এর জন্য অনেকেই ধারণা করছেন নিজের সাবেক বয়ফ্রেন্ড ওয়ান ডিরেকশনের ভোকালের উদ্দেশেই এমন প্রেমময় আবেগের গানটি গেয়েছেন সুইফট। সম্প্রতি আর অ্যালবাম করবেন বলে ঘোষণাও দিয়েছেন এ তারকা শিল্পী।
আপনার মতামত লিখুন :