আঙুল দিয়ে সুইচ টিপে ফোন করার দিন প্রায় শেষের পথে। তারপর এল টাচ স্ক্রিন। অর্থাৎ পালকের মত আলতো করে হাত ছোঁয়ালেই হবে কাজ। তবে এবার সেটুকু কষ্টও করতে হবে না। নিউ ইয়র্কের কিছু গবেষকের গবেষণা সফল হলে চোখের ইশারায় চলবে আপনার স্মার্টফোন।
বাতিল হতে চলেছে টাচস্ত্রিন। অদূর ভবিষ্যতে তেমন কিছুই হতে চলেছে। কারণ চোখের ইশারায় চলে এমন ফোন বানিয়ে ফেলেছেন মার্কিন গবেষকরা। বিশ্ববিখ্যাত প্রযুক্তি শিক্ষাকেন্দ্র ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি ও জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইন্সটিটিউট অফ ইনফরমেটিক্সের যৌথ গবেষণায় এমন প্রযুক্তি তৈরি করছে যাতে স্ক্রিনের উপর দৃষ্টি মেপে ফেলতে পারে ফোনে থাকা সফটওয়্যার। এক্ষেত্রে ত্রুটির মাত্রা কমিয়ে ১ সেন্টিমিটারে নামাতে পেরেছে তারা।
ব্যবহারযোগ্য প্রযুক্তি হিসাবে যা অনেক বেশি হলেও অদূর ভবিষ্যতে আরও উন্নতি হবে বলে জানিয়েছেন প্রোজেক্টের অন্যতম গবেষক আদিত্য খোসলা। মানুষের দৃষ্টির দিক নিরুপনের জন্য গেজক্যাপচার নামে একটি সফটওয়্যার বানিয়েছেন তাঁরা। এই অ্যাপ থেকেই সংগ্রহ করা হচ্ছে ডেটা। গবেষণা সফল হলে চোখের ইশারাতেই ফোন চলবে বলে দাবি তাঁদের। সূত্র: কলকাতা
সোনালীনিউজ/এইচএআর
আপনার মতামত লিখুন :