ঢাকা : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিশেষ সূত্রে জানা গেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের গোল্ডেন প্যালেসে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে জামাল ভূঁইয়ার।
রোববার (৫ জানুয়ারি) বিয়ে হলেও জামাল ভূইয়ার স্ত্রী বা কনের সম্পর্কে এখনো কোন তথ্য জানা যায়নি। এদিকে জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। তার বাবার নাম ইনসান ভূঁইয়া ও মায়ের নাম রাজিয়া আক্তার। কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকার বাসিন্দা ইনসান ভূঁইয়ার পূর্বসূরীদের বাস ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুশুলী চংভাদেরা গ্রামে।
জানা যায়, গত ১৯৯০ সালে জন্ম নেওয়া জামাল ভূঁইয়ার শৈশব থেকে ফুটবলার হবার স্বপ্ন নিয়ে ফুটবল খেলতে থাকেন। কোপেনহেগেনের হয়্র খেলেন ডেনমার্কের অনূর্ধ্ব ১৯ লেভেলে।
এরপর লাল-সবুজের জার্সি গয়ে খেলার স্বপ্ন নিয়ে ২০১২ সালে ঢাকায় আসেন জামাল ভূঁইয়া।
গত ২০১৩ সালের সাফ ফুটবলে নেপালের বিপক্ষে অভিষেক হয় তার। সেই থেকে জাতীয় দলে খেলছেন নিয়মিত। এখন তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
সোনালীনিউজ/এএস
আপনার মতামত লিখুন :