ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশে ভারতীয় দলের ইংল্যান্ড ত্যাগের পুর্ব মুহুর্তে কোচের পদ ছাড়ার ঘোষণা দেন অনিল কুম্বলে। এ জন্য অনেকেই টিম ইন্ডিয়ার দলপতির দিকেই অভিযোগের তীর ছোড়েন। বিষয়টি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা-সোমালোচনা শুরু হয়। অবশেষে মুখ খুললেন বিরাট কোহলি।
তবে মুখ খুললেও কোচ কুম্বলের সাথে তার কি হয়েছিল সেটি পরিষ্কার করেন নি ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজে সাংবাদিকদের কোহলি বলেন, শেষ তিন-চার বছরে আমাদের সংস্কৃতিটা এমন যে আমরা আমাদের ড্রেসিং রুমের খবর বাইরে প্রকাশ করি না। এই ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট ছিলাম। আর পুরো দল এই নিয়ম মেনে চলে।
কুম্বলের পদ ছাড়া বষয়ে কোহলি বলেন, আমি তার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আর ক্রিকেটার হিসেবে আমি তাকে অবশ্যই সম্মান করি। কেননা তিনি আমাদের দেশকে অনেক কিছুই দিয়েছেন। আর আমাদের ড্রেসিং রুমে যা হয়েছিলো তা মোটেও সুখকর ছিল না। এটা আমদের কাছে গোপনীয়। আর এই গোপনীয়তা আমরা জনসম্মুখে প্রকাশ করবো না।
সোনালীনিউজ/ঢাকা/জেডআই
আপনার মতামত লিখুন :