দারুন শুরুর পর ওপেনার লিটন-ইমরুলের বিদায়

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৭, ০৩:১৫ পিএম
দারুন শুরুর পর ওপেনার লিটন-ইমরুলের বিদায়

ঢাকা: তামিম ইকবালের ইনজুরির কারণে ইমরুল কায়েসের ওপেনিং পার্টনার হিসেবে সুযোগ পেয়ে দারণ শুরু করেছিলেন লিটন কুমার দাস। উদ্বোধনী জুটিতে ৪৩ রান সংগ্রহের পর পথ হারান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফিরে যান অপর ওপেনার ইমরুল কায়েসও।

এই রিপোর্ট লিখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ৬ এবং মুশফিকুর রহমান ০ রানে অপরাজিত আছেন।

রোববার (১৫ অক্টোবর) কিম্বার্লির ডায়মন্ড ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চোটের কারণে প্রথম ওয়ানডে মাচে দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে পাচ্ছে না লাল সবুজের দল। সেই মোস্তাফিজও।

তবে টেস্ট সিরিজে অনুপস্থিত সাকিবকে ওয়ানডে দলে পেয়ে বাংলাদেশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বৃহস্পতিবার অবশ্য ব্লোয়েমফনটেইনে অনুশীলন ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাদশের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে সফরকারী বাংলাদেশ। ম্যাচটিতে সাকিব সর্বোচ্চ ৬৮ রান করেন।

টেস্ট সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংস পরাজয় এড়াতে পারলেও দ্বিতীয়টিতে শেষ রক্ষা হয়নি মুশফিকুর রহীমের দলের। তবে হতাশা ঝেড়ে ফেলে ওয়ানডে সংস্করণে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বদলে যাওয়া লাল সবুজের দল।

এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে এই সিরিজটি ২০১৯ বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ধাপ। ওয়ানডে অধিনায়ক হিসেবে ডি ভিলিয়ার্সের স্থলাভিষিক্ত হয়েছেন ফাফ ডু প্লেসিস। এছাড়া নতুন কোচ ওটিস গিবসনের অধীনে পুরো দলই নিজেদের এগিয়ে নেবার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। ওয়েস্ট ইন্ডিয়ান গিবসন জানিয়েছেন বিশ্বকাপের আগে দুই বছর বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দিয়ে তাদের যথার্থতা যাচাই করা হবে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে একটি সেরা দলই তারা বিশ্বকাপের জন্য বাছাই করতে চায়।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), কুইন্টন ডি কক, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডোয়েন প্রিটোরিয়াস, অ্যান্ডিল ফেলুকায়ো, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, ইমরান তাহির।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!