সাকিব-তামিমের ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২২, ২০১৮, ১০:১৫ পিএম
সাকিব-তামিমের ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ঢাকা: তামিম ইকবাল ও সাকিব আল হাসান দু’জন কাছের বন্ধু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুই বন্ধুই এখনও অবধি বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছেন। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ১৪১ রান তুলেছে। সাকিব ৬৪ আর তামিম ৬৮ রান নিয়ে ব্যাট করছেন।
 
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা। স্কোরবোর্ডে ১ রান উঠতেই এনামুল হক শুণ্য রানে ফিরতেই টেস্ট সিরিজের বিভীষিকা ওয়ানডে সিরিজেও ফিরে আসছে কি না সেই শঙ্কা জেঁকে বসেছিল। কিন্তু ওয়ান ডাউনে সাকিব আল হাসান এসে বন্ধু তামিমের সঙ্গে জুটি বাধেন।

বিসিবি সভাপতি প্রকাশ্যে সংবাদ মাধ্যমকে বলেছিলেন, সাকিব টেস্ট খেলতে চায় না। কে জানে, এটাই হয়তো তাঁতিয়ে দিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

ক্যারিয়ারের ৩৮ তম ফিফটি তুলে নিয়ে ব্যাট করে চলেছেন। ফিফটি পেয়েছেন তামিমও। এটি তাঁর ক্যারিয়ারে ৪২ তম ফিফটি।
 
সাকিব ৮১ বলে চার বাউন্ডারিতে অপরাজিত আছেন ৬৪ রান করে। তামিমের রান ৬৮। অপরাজিত এই রান তিনি করেছেন ১০৮ বলে ছয় চার আর এক ছক্কার সাহায্যে। এনামুলের একমাত্র উইকেটটি নিয়েছেন জেসন হোল্ডার।
 
সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Link copied!