ঢাকা: ক্যারিয়ারের দশ বছর পার করে ফেলেছেন। কিন্তু কখনই সবটুকু আলো নিজের দিকে ঘুরে নিতে পারেননি। ওয়ানডে ক্যারিয়ারে আগে যে দুটি সেঞ্চুরি করেছিলেন, দুটিতেই হেরেছিল বাংলাদেশ। পরাজিত দলে থাকলে সেঞ্চুরি-টেঞ্চুরি কার ভালো লাগে! তবে এই প্রথমবার বোধহয় পাদপ্রদীপের আলোয় এলেন ইমরুল কায়েস জিম্বাবুয়ের বিপক্ষে অনবদ্য ১৪৪ রানের ইনিংস খেলে।
এশিয়া কাপে জরুরি নোটিশে গিয়েই আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৭২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। সেটিও বিপদের মুহূর্তে। আর ঘরের মাঠে ইমরুলের ইনিংসটিও তাই। ১৩৯ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ দুশো রানের গণ্ডি পেরোতে পারবে কিনা সেই শঙ্কা জেঁকে বসেছিল। কিন্তু ২২ গজে ইমরুল রানের ফুল ফোটালেন। আগে যেসব শট তাঁকে কখনও খেলতে দেখা যায়নি এদিন তাই করে দেখালেন। অথচ এই ইমরুল গত দশ বছর ধরে দলে আসা যাওয়ার মধ্যে আছেন। তবে কখনও ভেঙে পড়েননি। বাদ পড়েছেন, আবার ঘুরে দাঁড়িয়েছেন।
ঘুরে দাঁড়ানোর মন্ত্র পান কিভাবে? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন ছুঁরে দেওয়া হয়েছিল ইমরুলের দিকে। উত্তরে যা বললেন তিনি তার সারমর্ম এররকম,‘ আমার সঙ্গে অনেক ক্রিকেটারের একই সময়ে অভিষেক হয়েছে, খেলেছে। তাদের অনেকে এখন দৃশ্যপটেই নেই। আমার মনে হয় যে, দৃঢ়প্রতিজ্ঞ থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে, আমার ক্যারিয়ারে এত কম সময়ে শেষ হতে পারে না। আমি সবসময় নিজেকে প্রস্তুত রাখি। যতদিন খেলব, জাতীয় দলে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখব। যেদিন হয়তো জাতীয় দলে খেলার সুযোগ থাকবে না, সেদিন নিজেই বলব ধন্যবাদ।’
বারবার দল থেকে বাদ পড়াটাকে ইতিবাচক হিসেবে নিয়েছেন ইমরুল। তিনি মনে করেন, এটাও খেলার একটা অংশ। এ নিয়ে ইমরুলের নেই কোনও অভিযোগ। বরং তিনি হাল না ছেড়ে প্রতিবারই দলের ফেরার জন্য উন্মুখ হয়ে থাকেন। ইমরুল বলছেন,‘ এটা নিয়ে বলার কিছু নেই। আমি ভালো খেলেছি, এটাই বড় ব্যাপার। যখনই সুযোগ পাই, চেষ্টা করি ভালো খেলার। বাকিটা যে যেভাবে নেয়, তাদের ব্যাপার। আমি চেষ্টা করি, সুযোগ পাওয়ার জন্য। আমি যখন জাতীয় দলে খেলার সুযোগ পাই তখনই নিজেকে ভাগ্যবান মনে করি। দেশের হয়ে খেলা অনেক সম্মানের। যখনই সুযোগ পাই তখনই শতভাগ দেওয়ার চেষ্টা করি। কখনও সফল হই কখনও হই না। কিন্তু আমি আমার পরিশ্রম চালিয়ে যাই এবং সবকিছুতে শতভাগ দেওয়ার চেষ্টা করি।’
এরপর তিনি যোগ করেন,‘ ক্রিকেটারদের ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। কেউ ভালো খেলবে, আবার ভালো খেলতে খেলতে খারাপ খেলবে। কেউ কখনও একই ধারাবাহিকতায় টানা খেলতে পারে না। বাদ পড়াটা খেলাটারই অংশ। তবে ফিরে আসতে আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে হবে।’
সোনালীনিউজ/আরআইবি/আকন
আপনার মতামত লিখুন :