সোনালীনিউজ ডেস্ক
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলের ঘটনায় এ পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে শতাধিক ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। নিহত দুইজনই ফায়ার সার্ভিস কর্মী বলে জানা গেছে।
রোববার (১০ জানুয়ারি) দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
দেশটির পশ্চিমাঞ্চলের ইয়ারলুপ এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
সম্প্রতি প্রচন্ড দাবদাহে ওই অঞ্চলে ৭১ হাজার হেক্টর বনভূমিতে অব্যাহতভাবে চলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে এই দু’জনের প্রাণহানি হয়।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে দু’জনের বয়স ৭৩ ও ৭৭ বছর হবে বলে জানায় স্থানীয় পুলিশ।
আপনার মতামত লিখুন :