গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ

বরিশালে বিএনপির শোকসভা অনুষ্ঠিত

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০১৬, ০১:২৭ পিএম
বরিশালে বিএনপির শোকসভা অনুষ্ঠিত

গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরনে বরিশালে বিএনপির পৃথক ভাবে শোকর‌্যালী এবং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় বরিশাল মহানগর বিএনপির আয়োজনে অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শোক সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন মেবুল,  ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াদ্দিন সিকদার, সহ সম্পাদক অনোয়ারল হক তারিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদ্স্য মাহাবুবুল আলম পিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক আলাদ্দিন আহম্মেদসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকমীরা  উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপি জংঙ্গিবাদ বিশ্বাস করে না। বিএনপি স্বাধিনতায় বিশ্বাসি। বতমান সরকার শুধু বিএনপিকে দোষারোপ করতে জানে। দেশ পরিচালনায় তারা ব্যর্থ।

সভা শেষে দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের করতে চাইলে তা পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়। এদিকে অশ্বিনী কুমার হলের সামনে একই কারনে পৃথক কমসূচী পালন করে দক্ষিন জেলা বিএনপি এবং উত্তর জেলা বিএনপি। উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এর সভাপতিত্বে অনান্য নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে দলিয় কার্যালয়ের সামনে সভা করা হয়। সভা শেষে তারা শোক র‌্যালি বের করতে গেলে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Link copied!