ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা শুরু

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৫:৪৬ পিএম
ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা শুরু

ঢাকা: ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা সোমবার (১৯ সেপ্টেম্বর) শুরু হয়েছে। স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ভার্চুয়ালি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক। 

এসময় আরো উপস্থিত ছিলেন আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসান, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান, যুগ্ম-পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম ও কে এম মুনিরুল আলম আল মামুন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহীদুল হক খন্দকার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিঞা। কর্মশালায় বিভিন্ন ব্যবসা ক্ষেত্রের ২৫ জন তরুণ উদ্যোক্তা অংশ নিচ্ছেন।

সোনালীনিউজ/এসআই

Link copied!