ঢাকা : মেহের জেসিকার ২০ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডিম্যাট্রিয়াডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্জুন ৷ তবে তাঁদের এখনও বিয়ে হয়নি। এরই মধ্যে এই জুটির সম্পর্কের রেশ ধরে এলো পুত্রসন্তান। গত ১৮ জুলাই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।
মেহের জেসিয়ার সঙ্গে দাম্পত্য জীবনে অর্জুনের দুই মেয়ে-মাহিকা (১৭) ও মাইরা (১৪)। হাসপাতালে দুই মেয়েকেও দেখা গেছে। এছাড়া নবজাতককে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন গ্যাব্রিয়েলার মা-বাবা।
অবশ্য অর্জুন গত এপ্রিলে নিজেই প্রথম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ফের বাবা হতে চলেছেন তিনি ৷
২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময় একটি পার্টিতে অর্জুনের সঙ্গে পরিচয় হয় গ্যাব্রিয়েলার।
২০১৪ সালে সোনালি ক্যাবল ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের। এরপর ২০১৬ সালে উপিরি সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর।
উল্লেখ্য, ১৯৯৮ সালে মডেল মেহের জেসিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ২০১৮ সালের ২৮ মে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা জানান তারা।
আপনার মতামত লিখুন :