পায়ে হেঁটে ৫৬ মিনিট লাগে পুরো দেশ ঘুরতে!

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০১৭, ১০:৪২ এএম
পায়ে হেঁটে ৫৬ মিনিট লাগে পুরো দেশ ঘুরতে!

ঢাকা: পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? এক কথায় সবার কাছ থেকে উত্তর আসবে ভ্যাটিকান। কিন্তু, ইউরোপে এমন একটি দেশ রয়েছে যা পায়ে হেঁটে ঘুরতে মাত্র ৫৬ মিনিট সময় লাগে। এ এক অদ্ভুত দেশ। ঝকঝকে নীল আকাশের নীচে সবুজে ঘেরা দেশটি। যা যেকোনো ধরনে পর্যটকদের আকর্ষণ করে।

ফ্রান্সের একেবারে পাশে অবস্থিত দেশ মোনাকো। ফ্রান্স ঘিরে রেখেছে দেশটির তিনদিক। আর অন্য পাশে রয়েছে ইতালি। দেশটির আয়তন মাত্র ২.০২ বর্গ কিলোমিটার! ২০১৫ সালে হওয়া জনগণনা অনুযায়ী, জনসংখ্যা মাত্র ৩৮,৪০০! আয়তনের দিক দিয়ে এই দেশ পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। 

যদিও আয়তনের তুলনায় এ দেশের জনঘনত্ব অনেকটাই বেশি। দেশের বাসিন্দারা সবাই প্রায় ধনী। সেই কারণে এখানে ফর্মুলা ওয়ান কার রেসিং খুবই জনপ্রিয়। দারুণ ঝাঁ চকচকে সব ক্যাসিনো রয়েছে এখানে। এদেশের মানুষদের কোনও আয়কর দিতে হয় না। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!