এক মার্কিন ডলারে ১৬ লাখ ২০ হাজার ৫০০ ইরানি রিয়াল

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:০৭ এএম
এক মার্কিন ডলারে ১৬ লাখ ২০ হাজার ৫০০ ইরানি রিয়াল

মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের দর আরও কমেছে। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির মুদ্রা ইতিহাসে সর্বোচ্চ দরপতনের ঘটনা ঘটে। ওই দিন মুক্ত বাজারে এক মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া গেছে ১৬ লাখ ২০ হাজার ৫০০ ইরানি রিয়াল।

মুদ্রা বিষয়ক ওয়েবসাইট বোনবাস্ট এ তথ্য জানিয়েছে। এর আগের দিন এক ডলারের বিপরীতে রিয়ালের দর ছিল ১৫ লাখ। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মূল্য কমেছে প্রায় দেড় লাখ রিয়াল।    

গত মাসের শেষদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি দেশটির সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বোনবাস্ট জানায়, ইন্টারনেট বন্ধ থাকায় আঞ্চলিক বাজার— যেমন ইস্তাম্বুল, বাগদাদ ও আফগান সীমান্তে— ইরানি রিয়ালের প্রকৃত দর সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। তার এই ঘোষণার পর বাজার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে নৌ অবরোধ সৃষ্টি করতে পারে। পাশাপাশি ইরানের তেল ও গ্যাসক্ষেত্র লক্ষ্য করে হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এম

Link copied!