আপিলে প্রথম দিন বৈধতা ফিরে পেলেন ৫২ প্রার্থী, তালিকাসহ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৬:৫০ পিএম
আপিলে প্রথম দিন বৈধতা ফিরে পেলেন ৫২ প্রার্থী, তালিকাসহ

ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের প্রথম দিনের শুনানি শেষে ৫২ জন প্রার্থী তাদের বৈধতা ফিরে পেয়েছেন। এদিন ১৫টি মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ৩টি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উদ্যোগে এ শুনানি অনুষ্ঠিত হয়। আজ ০১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে।

ইসি সূত্র জানায়, আপিল শুনানি পর্যায়ক্রমে চলবে। আগামীকাল রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০, শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং রোববার (১৮ জানুয়ারি) ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। পাশাপাশি নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় বিতরণ করা হবে ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় বিতরণ করা হবে ১৮ জানুয়ারি।

এদিকে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শেষ দিন শুক্রবার (৯ জানুয়ারি) এক দিনেই ১৭৬টি আপিল জমা পড়ে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসি এসব আপিল গ্রহণ করে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

দেখুন তালিকা:

যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, তাদের মধ্যে রয়েছেন-  কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আহমদ আলী, চাঁদপুর-১ আসনে জাতীয় পার্টির হাবীব খান, হবিগঞ্জ-১ আসনে জাসদের কাজী তোফায়েল আহম্মেদ, বগুড়া-৬ আসনে বাসদের দিলরুবা, নরসিংদী-২ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহীম, নড়াইল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার খালেকুজ্জামান, গাজীপুর-৫ আসনে জাতীয় পার্টির সফিউদ্দিন সরকার, ফেনী-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী, কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহীন রেজা চৌধুরী, নেত্রকোনা-৪ আসনে বিপ্লবী ওয়াকার্স পার্টির চম্পা রাণী সরকার, ময়মনসিংহ-৭ আসনে বিএনপির মাহবুবুর রহমান, পঞ্চগড়-১ আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টির আল রাশেদ প্রধান, পঞ্চগড়-২ আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি আল রাশেদ প্রধান, নরসিংদী-৫ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান, মাগুরা-২ আসনে জাতীয় পার্টির মশিয়ার রহমান, কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির, হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির মোকাম্মেল হোসেন, গাইবান্ধা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন, দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ, খুলনা-৫ আসনে জাতীয় পার্টির শামীম আরা পারভীন, ঢাকা-১৮ আসনে বাসদের সৈয়দ হারুন অর রশীদ, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির পনির উদ্দিন আহমদ, গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র কামরুজ্জামান ভূঁইয়া, ঝালকাঠি-১ আসনে জাতীয় পার্টির কামরুজ্জামান খান, রংপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাসার, শরীয়তপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা, শরীয়তপুর-৩ আসনে জাতীয় পার্টির আবদুল হান্নান, নরসিংদী-১ আসনে জাতীয় পার্টি মোহাম্মদ মোস্তফা জামাল, নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকা, শরীয়তপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, গাজীপুর-৩ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি শামীম আহমেদ, টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, শরীয়তপুর-১ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি নূর মোহাম্মদ মিয়া, কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হামিদুর রহমান আযাদ, ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকার, গাজীপুর-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রহুল আমিন, চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নূর উদ্দিন, চাঁপাইনবয়াবগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির খুরশীদ আলম, রাজশাহী-৫ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি আলতাফ হোসেন মোল্লা, কুমিল্লা-১ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বড়ুয়া মনোজিত ধীমন, লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র রেদওয়ানুল হক, ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার হোসেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলনের মানসুর আহমদ সাকী, মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী,বগুড়া-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান তালুকদার, কুমিল্লা-৯ আসনে খেলাফত মজলিসের আবদুল হক আমিনী, গাজীপুর-১ আসনে জাতীয় পার্টি শফিকুল ইসলাম এবং কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আহমদ আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

পিএস

Link copied!