প্রাথমিক সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের ভীতি কাটছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৭, ১১:১০ এএম
প্রাথমিক সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের ভীতি কাটছে

ঢাকা: প্রাথমিক সমাপনী পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি কাটছে বলে মনে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সার্টিফিকেট পেয়েও উৎসাহিত হচ্ছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে গণভবনে শিশুদের হাতে বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এবার ৩৫,৪২,৯০,১৬২টি বই বিনামূল্যে বিতরণ করা হবে। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি (সোমবার) ‘বই উৎসব’র মাধ্যমে স্কুলগুলোতে কোমলমতি শিশুদের হাতে এ বই তুলে দেওয়া হবে।

কার্যক্রম উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!