রাজধানীতে ২ বাসের মাঝে চাপা পড়ে কাউন্টার ম্যানেজার নিহত

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৭:৩৮ পিএম
রাজধানীতে ২ বাসের মাঝে চাপা পড়ে কাউন্টার ম্যানেজার নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিবুল হাসান নাসির (৫০) নামের এক কাউন্টার ম্যানেজার নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত নাসির যাত্রাবাড়িতে বনফুল বাস কাউন্টারে ম্যানেজার পদে চাকরি করতেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার দহরপার গ্রামের মৃত নাজেম আলীর ছেলে। পাঁচ বোন তিন ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম ছিলেন। বর্তমানে রাজধানীর শনির আখড়ার বাগমারা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন নাসির।

নাসিরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী সুমন খান বলেন, নাসির বনফুল পরিবহন বাস কাউন্টার ম্যানেজার। যাত্রাবাড়ীতে নড়াইল কাউন্টারের সামনে থেকে বিকেলে তাদের পরিবহনের বাসটি ছেড়ে যাচ্ছিল। তখন সেখানে সেতু ডিলাক্স পরিবহনের বাসটি প্রবেশ করলে নাসির দুই বাসের চাপা পড়ে গুরুতর আহত হন। পরে নাসিরকে সন্ধ্যায় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর শুনে ঢামেক হাসপাতালে ছুটে আসেন মৃতের দুলাভাই ইসরাফিল। তিনি বলেন, ‘সন্ধ্যায় খবর পাই রাকিবুল হাসান নাসির সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমএস

Link copied!